Sun. Sep 14th, 2025
Advertisements

55খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন আসলেই বিএনপি সরকারের সমালোচনায় নেমে মিথ্যাচারে লিপ্ত হয়।

তিনি বলেন, ‘এমন কোন নির্বাচন নেই যে, নির্বাচনের আগে তারা অভিযোগ করে নাই। নির্বাচন আসলেই বিএনপি সরকারের সমালোচনায় নেমে মিথ্যাচারে লিপ্ত হয়।’

তিনি আজ কুষ্টিয়া-ঢাকা রোডস্থ ৫শ’ শয্যার মেডিকেল কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তুর উদ্ধোধন শেষে এ কথা বলেন। ৯৩ কোটি টাকা ব্যায়ে এই ভবন তৈরী হচ্ছে। এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ইফতেখার মাহমুদ, গণপূর্ত’র নির্বাহী প্রকৌশলী শরীফ মোহাম্মদ কবীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, প্রতিটি নির্বাচনের আগে বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে ভোট কাটাকাটি হবে।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি সামনে এখন বলার আর কিছুই নেই, তাই এই পৌর নির্বাচনকে ঘিরে তারা একটা মিথ্যার ধুয়া তুলে সাধারণ মানুষের সহানুভূতি নিতে চায়।