খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : ছবির এই যন্ত্রটি সবার কাছে হোবারবুট স্কুটার নামে পরিচিত। বর্তমানে তরুণদের কাছে বেশ জনপ্রিয়। এই হোবারবুট অনেকের কাছে সেলফ ব্যালেন্সিং স্কুটার নামেও পরিচিত। জাস্টিন বিবার, জিমি ফ্যালনের মত তারকারা এই বছর তাদের ভিডিওগুলোতে এই হোবারবুট স্কুটার ব্যবহার করে অনেক এন্টারটেইন করেছেন দর্শকদের।
এই স্কুটারটির প্রাইজ রেঞ্জ ৩৫০ ডলার থেকে ১,৭০০ ডলার। দুই চাকার এই স্কুটারটি তৈরি করা হয়েছে অ্যারোস্পেস গ্রেড ম্যাগনেশিয়াম অ্যালয় দিয়ে। এটির ওজন মাত্র ১২.৮ কিলোগ্রাম। এটির ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ দিলে একটানা ২২ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে স্কুটারটি। এটির সর্বো”চ গতি ঘণ্টায় ১৬ কিলোমিটার। স্কুটারটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ফোনের মাধ্যমে স্কুটারটির গতি, চার্জ, ট্রাফিক ডাটাসহ অন্যান্য তথ্য জানা যায়।