Fri. Sep 19th, 2025
Advertisements

96363_Untitled-1 copyখোলা বাজার২৪, সোমবার,৭ ডিসেম্বর ২০১৫ : বিয়ে করে অসংখ্য কুমারীর হৃদয় ভাঙলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক অনুপম রায়। পাত্রী তারই দীর্ঘদিনের প্রেমিকা পিয়া চক্রবর্তী। ৬ই ডিসেম্বর ছিল শুভদিন।

সাদামাটা আয়োজনেই ওইদিন বিয়েটা হয়ে গেল অনুপম-পিয়ার। গাঁটছড়া বন্ধনে জড়ালেন এই জুটি। জাঁকজমক আয়োজনে বিয়ের অনুষ্ঠান হয়নি। দুই পরিবারের সদস্যরাই শুধু ছিলেন সেখানে। পিয়া নৃবিজ্ঞানে পিএইচডি করছেন গ্রেটার নইদার শিব নাদার বিশ্ববিদ্যালয়ে। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয় তার।

এ বন্ধুত্ব পরে এসে গড়ায় ভালোবাসার সম্পর্কে। আর এখন সেটা বৈবাহিক সম্পর্কে গিয়ে ঠেকলো। অনুপমের বিয়ে খবরে ভক্ত মহলে চলছে বেশ আলোচনা। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে সবাই শুভেচ্ছাও জানাচ্ছেন জনপ্রিয় এ শিল্পীকে।

উল্লেখ্য, কলকাতার ‘অটোগ্রাফ’ ছবিতে আমাকে আমার মত থাকতে দাও গানটি দিয়ে প্রথমবারের মতো শিল্পী-সুরকার হিসেবে আলোচনায় আসেন অনুপম। এরপর একে একে অনেক গান উপহার দেন। কলকাতা ছাড়িয়ে এরই মধ্যে ‘পিকু’ ছবির মধ্যে দিয়ে শিল্পী-সংগীত পরিচালক হিসেবে বলিউডেও সফল অভিষেক হয়েছে তার। কদিন আগেই দুই বাংলার একটি কনসার্টে গান গাইতে বাংলাদেশেও এসেছিলেন অনুপম।