Sun. Sep 14th, 2025
Advertisements

13খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫: অন্যান্য সিটি করপোরেশন এলাকার মতো গাজীপুর ও রংপুরও মহানগর পুলিশ পেতে যাচ্ছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘গাজীপুর মহানগরী পুলিশ আইন ২০১৫’ এবং ‘রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৫’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য্য বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, প্রতিটি মেট্রোপলিটন এলাকার আলাদা পুলিশ আছে। এবার গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন এলাকার জন্যও আলাদা পুলিশ গঠনের আইন হচ্ছে।

“ওইসব (মেট্রোপলিটন) এলাকার জনগণকে অধিকতর আইনি ও পুলিশি সেবা দেওয়ার জন্যই নতুন আইন করা হচ্ছে।”

আইনের খসড়া নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, মন্ত্রিসভা কতগুলো পর্যবেক্ষণ দিয়ে খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে।
এখন আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে যথাযথ প্রক্রিয়ায় এটা চূড়ান্ত আইনে পরিণত করা হবে বলে জানান তিনি।

আইনে কী কী বিষয় থাকছে তার বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, “সাধারণভাবে অন্য মেট্রোপলিটন পুলিশ আইন যেভাবে হয়েছে, সেই ধারাবাহিকতায় এ আইন করা হচ্ছে।”

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে অবস্থান করায় অতিরিক্ত সচিব এদিন বৈঠকের বিষয়ে ব্রিফ করেন।

দুই মহানগরের পুলিশ আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় এ বিষয়ে আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।