Mon. Sep 15th, 2025
Advertisements

30খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫: মধ্য এশিয়ার দেশ তাজাকিস্তানে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে দেশটির মারঘব শহরের ১০৯ পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৮ কিলোমিটার গভীরে। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) জানিয়েছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল তাজাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কারাকুল এলাকা থেকে ১১ কিলোমিটার দূরের মুরঘবে। ভূমির অভ্যন্তরে এর গভীরতা ছিল ২৮ দশমিক ৭ কিলোমিটার। এর প্রভাবে রাজধানী দিল্লিসহ ভারতের উত্তর অংশ এবং পাকিস্তানের উত্তর অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে বলে এনডিটিভি ও ডন পত্রিকা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমাবারের ওই ভূমিকম্পে দিল্লির বিভিন্ন এলাকায় ঘরবাড়ি কাপতে শুরু করে। এসময় ভয়ার্ত লোকজনকে ঘর থেকে রাস্তায় ছুটে আসতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।