খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫: মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে আগ্রহী তরুণ প্রজন্ম। ইন্টারনেটে কিংবা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনে ১৯৭১ সম্পর্কে যত বেশি তথ্য থাকবে, তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তত বেশি পৌঁছে দেওয়া যাবে। ইন্টারনেটে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক তথ্য পাওয়া যায়। কোন সাইটে কী আছে তা নিয়েই এ আয়োজন।
ফ্রিডম ইন দ্য এয়ার
দ্য ডেইলি স্টার এবং গ্রামীণফোনের তত্ত্বাবধানে তৈরি মুক্তিযুদ্ধের অনলাইন সংগ্রহশালা এটি। মুক্তিযুদ্ধের তথ্য তো বটেই, অনেক অডিও-ভিডিও আছে এই পোর্টালে। আর আছে ছবির বড় এক সংগ্রহ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার প্রতিদিনের ঘটনা পাওয়া যাবে এই ওয়েবসাইটের ‘ওয়ার ক্যালেন্ডার’ বিভাগে। দুর্লভ কিছু দলিলও পাওয়া যাবে। আরও আছে মুক্তিযুদ্ধ নিয়ে দেশবরেণ্যদের সাক্ষাৎকার। তাঁদের কথায়-আলোচনায় ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের ইতিহাস।
পোর্টালটির ঠিকানা: ধৎপযরাব.ঃযবফধরষুংঃধৎ.হবঃ/হবংি২০১৪/ভৎববফড়স-রহ-ঃযব-ধরৎ
বাংলাদেশ জেনোসাইড আর্কাইভ
মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার জন্য চমৎকার ওয়েবসাইট এটি। ২০১০ সালে পেয়েছিল জাতীয় ই-কনটেন্ট এবং উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পুরস্কার। ওয়েবসাইটটির টাইমলাইন অংশে মুক্তিযুদ্ধ এবং এর আগে ও পরের সময়ের ঘটনাপ্রবাহ ক্রমানুসারে লিপিবদ্ধ আছে। ভিডিও ও ফটো গ্যালারিতে মুক্তিযুদ্ধের সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও আলোকচিত্র রয়েছে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্রের তালিকাও আছে। মুক্তিযুদ্ধের ওপর বেশ কিছু পরিসংখ্যানও দেখা যায় সেখানে। বেশ তথ্যবহুল এ ওয়েবসাইটটিতে মুক্তিযুদ্ধের ওপর অনেক নিবন্ধ পাওয়া যাবে। ঠিকানা: িি.িমবহড়পরফবনধহমষধফবংয.ড়ৎম
মুক্তিযুদ্ধ জাদুঘর
মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইটে জাদুঘর নিয়ে যেমন তথ্য আছে, তেমন রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসও। ঠিকানা: িি.িষরনবৎধঃরড়হধিৎসঁংবঁসনফ.ড়ৎম
উইকিপিডিয়ায় মুক্তিযুদ্ধ
অনলাইনে সবচেয়ে বড় বিশ্বকোষ উইকিপিডিয়া। মুক্তিযুদ্ধ সম্পর্কেও আছে অনেক নিবন্ধ। সেখানে ঢুঁ মেরে জেনে নিতে পারেন অনেক না জানা ইতিহাস। বিশ্বের অনেক ভাষাতেই সে তথ্য পাওয়া যাবে।
মূল নিবন্ধ: বহ.রিশরঢ়বফরধ.ড়ৎম/রিশর/ইধহমষধফবংযথখরনবৎধঃরড়হথডধৎ
ঘটনাপ্রবাহ: বহ.রিশরঢ়বফরধ.ড়ৎম/রিশর/ঞরসবষরহবথড়ভথইধহমষধফবংযথখরনবৎধঃরড়হথডধৎ
বাংলাপিডিয়া
বিশ্বকোষ বাংলাপিডিয়াতে আছে মুক্তিযুদ্ধের, মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক নিবন্ধ। ঠিকানা: বহ.নধহমষধঢ়বফরধ.ড়ৎম/রহফবী.ঢ়যঢ়?ঃরঃষব=ডধৎথড়ভথখরনবৎধঃরড়হ,থঞযব
মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়
মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা রয়েছে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটটিতে। এ ছাড়া মন্ত্রণালয়-সম্পর্কিত অনেক তথ্য থাকলেও বেশির ভাগ লিংক কাজ করে না। ঠিকানা: িি.িসড়ষধি.মড়া.নফ
অ্যাপ
মুক্তিযুদ্ধ নিয়ে কয়েকটি মোবাইল অ্যাপ রয়েছে।
একাত্তরের ডায়েরি
মূলত একাত্তরের দিনগুলোর ঘটনাপ্রবাহ নিয়েই অ্যাপটি তৈরি। তবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্পর্কেও তথ্য আছে। অ্যাপটি চলে অ্যান্ড্রয়েডে। ঠিকানা: যঃঃঢ়://নরঃ.ষু/১ঘঈধললন
মুক্তিযুদ্ধ
অ্যাপটিতে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস, যুদ্ধের বিবরণ, নৃশংসতার ভয়াবহতা, মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, স্মৃতিস্তম্ভ সম্পর্কে জানা যাবে এটি থেকে। বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে হাতের মুঠোয় উপস্থাপন করা হয়েছে অ্যাপটি থেকে। সঙ্গে মানচিত্র ও ছবি ব্যবহার করে সুন্দর করে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে অ্যাপটিতে। ঠিকানা: যঃঃঢ়://নরঃ.ষু/১ষএপঙফঠ
আরও কিছু অ্যাপ—
মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়: যঃঃঢ়://নরঃ.ষু/২১এগ৭৯ঞ
বাংলাদেশ: যঃঃঢ়://নরঃ.ষু/১ষএনণমত
মুক্তিযুদ্ধ: যঃঃঢ়://নরঃ.ষু/১ঢগ১ঠতি
সাত বীরশ্রেষ্ঠ: যঃঃঢ়://নরঃ.ষু/১ঙনু১ৎপ
একাত্তর: যঃঃঢ়://নরঃ.ষু/১ঢঝঢসঐৎ
মুক্তিযুদ্ধের গেমস
অনলাইনে মুক্তিযুদ্ধের তথ্যবহুল ভান্ডার থাকলেও এ নিয়ে গেম তৈরি হয়েছে খুব কম। মোবাইলের জন্য সাদামাটা এক গেম তৈরি হলেও মুক্তিযুদ্ধের ইতিহাস মনে করিয়ে দেয় সেটা।
স্বাধীনতাযুদ্ধ নামের গেমসটি পাওয়া যাবে যঃঃঢ়://নরঃ.ষু/১ঙঐগ৫ঔং ঠিকানায়।