Wed. Sep 17th, 2025
Advertisements

42খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপির) এর মেয়াদকাল ১০ বছর করার পাশাপাশি চাহিদার আলোকে দ্রুততার সাথে পাসপোর্ট ইস্যু করার সুপারিশ করা হয়েছে।

আজ সংসদ ভবনে কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, কাজী নাবিল আহমেদ, মোঃ সোহরাব উদ্দিন, সেলিম উদ্দিন এবং বেগম মাহজাবিন খালেদ সভায় অংশগ্রহণ করেন।

সভায় কমিটির ৭ম বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় কমিটির সদস্যদের সাম্প্রতিক সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ব্র“নাই ও মালয়েশিয়া সফর নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ বিষয়ে আলোচনাকালে দূতাবাসগুলোতে প্রেস উইং চালু, রোহিঙ্গারা যাতে বাংলাদেশি পাসপোর্ট না পায় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা, পাসপোর্টে পৃষ্ঠা সংখ্যা বৃদ্ধি,দুবাই এবং মালয়েশিয়ায় নিজস্ব জমিতে স্থায়ী কনস্যুলেট ও ভবন নির্মাণ এবং প্রবাসীর মৃত্যু হলে দ্রুত সরকারি খরচে দেশে নেয়ার ব্যবস্থা করার সুপারিশ করা হয় ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।