Mon. Sep 22nd, 2025
Advertisements

53খোলা বাজার২৪, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫: এ বছর রাশিয়ার চকলেট ফেস্টিবেলে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভাস্কর্য (মূর্তি) তৈরি করা হয়েছে।

১৭০ পাউন্ড ওজনের পুতিনের চকলেট ভাস্কর্যের সঙ্গে থাকবে তার প্রিয় কুকুর ‘কোনি’র ভাস্কর্য। ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে রাশিয়ার চকলেট ফেস্টিবেল।

গেল বছর ফেস্টিবেল আয়োজনকারীরা চকলেটের তৈরি ‘পোপ ফ্রান্সিসে’র ভাস্কর্য তৈরি করেছিল।

ভ্লাদিমির পুতিনের উচ্চতা যতটুকু। চকলেটের ভাস্কর্যের উচ্চতা ততটুকুই হবে। ‘গিনেজ বুক অব রেকর্ডে’ জায়গা করে নিতে পারে এই ভাস্কর্য, কারণ এর আগে এত বড় চকলেটের ভাস্কর্য কেউ তৈরি করেনি।