Wed. Sep 24th, 2025
Advertisements

3খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: জঙ্গি হামলা গ্লোবাল থ্রেডে পরিণত হয়েছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গি তৎপরতা একটা গ্লোবাল থ্রেডে পরিণত হয়েছে। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। আমাদের নিরাপত্তা বাহীনি ভালো কাজ করছে। কাজেই এটা নিয়ে আতঙ্ক বা উৎকণ্ঠা প্রকাশ করার কিছু নেই।

আজ মঙ্গলবার দুপুরে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় ফেসবুক কবে চালু হবে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ফেসবুক বন্ধ রাখা হয়েছে। সবকিছু স্বাভাবিক হলে ফেসবুক খুলে দেয়া হবে। এদিকে দেশের সার্বিব নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর থাকায় জঙ্গি তৎপরতা নিয়ে আশঙ্কার কিছু নেই। বিশ্বের যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ভালো।