Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: জ প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট হলোলেন্স-এর জন্য যদি কেউ কোনো অ্যাপ তৈরির চিন্তা করেন, তাহলে সম্ভাবনা রয়েছে মাইক্রোসফট তাকে সহযোগিতা করবে। প্রতিষ্ঠানটি ‘শেয়ার ইয়োর আইডিয়া’ নামে একটি প্রতিযোগিতা শুরু করেছে।

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, ডেভলপারদেরকে প্রতিযোগিতাটিতে অংশ নিতে নিজ হলোগ্রাফিক অ্যাপের কনসেপ্ট ২০১৬ সালের ১১ জানুয়ারি-এর মধ্যে মাইক্রোসফটের কাছে জমা দিতে হবে।

ডেভেলপাররা কনসেপ্ট জমা দেওয়ার পর, মাইক্রোসফট সেগুলোকে ‘একই সঙ্গে ভালো এবং বাস্তবধর্মী’ -এই ফিল্টারে ফেলে যাচাই করবে। সবচেয়ে আকর্ষণীয় তিনটি কনসেপ্ট টুইটারে ভোটের জন্য শেয়ার করা হবে। এরপর টুইটার ব্যবহারকারীরা ভোটে অ্যপের যে কনসেপ্টটিকে সেরা বলে নির্বাচিত করবে, তা বানাতে সহযোগিতা করবে। তবে সফল কনসেপ্ট বিজয়ীকে মাইক্রোসফটের সঙ্গে কোড পর্যালোচনা এবং প্রশ্ন উত্তর সেশনে বসতে হবে বলেই জানিয়েছে এনগ্যাজেট।

এনগ্যাজেট জানিয়েছে, মাইক্রোসফট চাইছে যত সংখ্যক সম্ভব হলোলেন্স অ্যাপ তৈরি করতে। সে লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। তবে প্রতিযোগিতাটির বদৌলতে বণিজ্যিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকছে না, কারণ সেরা অ্যাপটির কনসেপ্টের খুঁটিনাটি সবার জন্য উন্মুক্ত করে দেবে মাইক্রোসফট।