খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: জ সুচবিহীন রক্ত পরীক্ষার একটি পদ্ধতি উদ্ভাবন করেছে গুগল। এজন্য পেটেন্টও আবেদন করেছে এই টেক জায়ান্ট কম্পানিটি। এই সিস্টেমটি পরিধানযোগ্য স্মার্টওয়াচের মতো হাতে পড়া যাবে।
গুগলের তৈরি এ যন্ত্রটি যদি বাজারে আসে, তবে ভবিষ্যতে সুচ ছাড়াই রোগীর শরীরের যেকোনো অংশ থেকে রক্ত সংগ্রহ করতে পারবেন ডাক্তাররা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, যন্ত্রটি একটি ক্ষুদ্র কণা ভর্তি ব্যারেলের মধ্যে গ্যাস প্রবাহের মাধ্যমে কাজ করে এবং চামড়া ফুটো করে। যখন চামড়া থেকে রক্ত বের হয় তখন আরেকটি ব্যারেলের উল্টা চাপে তার মধ্যে রক্ত সংগ্রহ করা হয়। এই পদ্ধতিতে যে অল্প পরিমাণ রক্ত সংগ্রহ করা যাবে সেই রক্ত গ্লুকোজ নির্ণয়ের মতো কাজে লাগানো যাবে বলে প্রতিবেদনে বলা হয়।