Fri. Sep 19th, 2025
Advertisements

35খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: জ ক্লাব সতীর্থ হিসেবে ব্রাজিলিয়ান সেনসেশন রোনালদিনহোর কাছ থেকেই ফুটবলের বহুমাত্রিক শৈলী রপ্ত করেছিলেন বর্তমান বিশ্বসেরা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও এই দু’জনের বন্ধুত্বের কথা কে না জানে! অনেকদিন আগেই বার্সা ছেড়েছেন দিনহো। কিন্তু মেসির মনে দিনহোর প্রতি এতটুকু ভাটা পড়েনি এখনো। আর তারই প্রমাণ হিসেবে প্রিয় বন্ধুর জন্য এক আবেগী উপহার পাঠালেন মেসি।

বন্ধুর কাছ থেকে এমন উপহার পেয়ে দারুণ উচ্ছ্বসিত হয়ে পড়লেন বার্সার প্রাক্তন তারকা। অবশ্য উপহারটি তেমন কিছুই নয়। উপহার হিসেবে মেসি তাকে নিজের একটি ১০ নম্বর জার্সি পাঠালেন। অবশ্য সেই জার্সিতে রোনালদিনহোর জন্য শুভেচ্ছা লিখে সই করে দিলেন মেসি।

এদিকে মেসির উপহারের ছবি ইনস্টাগ্রামে তুলে দিয়ে রোনালদিনহো লিখলেন, ‘আমার ফেসবুক পেজে মেসির অভিষেক ম্যাচের ছবি রয়েছে। ওর প্রথম ম্যাচের ছবিটা দেখলে আমি নিজেও নস্টালজিক হয়ে পড়ি। মেসি তখন কত ছোট ছিলো! সেই ছোট্ট ছেলেটা এখন কত বড় হয়েছে। ধন্যবাদ আমার প্রিয় বন্ধু।’

রিয়ালের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়ের ১০ বছর পূর্ণ হলো। সেই জয় উদযাপনের জন্য একটি বেসরকারি টিভি চ্যানেলের উদ্যোগে মিয়ামিতে গিয়েছিলেন মেসি। সেখান থেকেই ব্রাজিল কিংবদন্তির জন্য উপহারটি পাঠালেন লিও।

উল্লেখ্য, এক সময় বিশ্বকাপ জয়ী রোনালদিহোও বার্সেলোনায় ১০ নম্বর জার্সিটি পরেই খেলতেন। এবং তার সময়ে তিনিই বিশ্ব ফুটবলে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। সময় অনেক কিছুকে ম্লান করে দিলেও মেসির স্মৃতিতে এখনো ঠিক আগের মতোই অটুট দিনহো। সূত্র: গোল ডটকম