Sun. Sep 14th, 2025
Advertisements

44খোলা বাজার২৪,মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫: জ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে চতুর্থ শ্রেণীর ছাত্র শিশু শাহাদত হোসেন সৌরভকে (৯) গুলি করে হত্যা প্রচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় স্থানীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের জামিনের মেয়াদ ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

মঙ্গলবার সুন্দরগঞ্জ আমলী আদালতে এমপি লিটন হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মনিরুজ্জামান শিকদার এ আদেশ দেন। এর আগে গত ৮ নভেম্বর তাকে অন্তর্র্বতীকালীন জামিন দেন অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুল হাসান ইউসুফ। সংসদে যোগ দেয়ার জন্য তিনি জামিন পেয়েছিলেন।

উল্লেখ্য, গত ২ অক্টোবর ভোরে স্থানীয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র সৌরভকে গুলি করে এমপি লিটন। এ ঘটনায় সৌরভের বাবা সাজু মিয়া সুন্দরগঞ্জ থানায় মামলা করলে ওই মাসের ১৪ তারিখে পুলিশ ঢাকার উত্তরা থেকে এমপি লিটনকে আটক করে। পরের দিন গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত এমপি লিটনকে কারাগারে পাঠায়।