Wed. Sep 17th, 2025
Advertisements

2খোলা বাজার২৪, বুধবার, ৯ডিসেম্বর ২০১৫: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজি ৮শ গ্রাম কোকেনসহ স্পেনের এক নাগরিককে আটক করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তার নাম স্টেজো জুলিয়ান বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো ডেপুটি ডাইরেক্টর মুকুল জ্যাতি চাকমা সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অভিযান চালিয়ে স্পেনের এক নাগরিককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তিন কেজি ৮শ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কোকেনের দাম বর্তমান বাজার দরে ৫০ থেকে ৫২ লাখ টাকা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।