Fri. Sep 19th, 2025
Advertisements
1449647556খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: লা লিগার নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নেইমার। অবাক করার মতো বিষয় হচ্ছে প্রথম বার্সা খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছেন।
নভেম্বরে ৩ টি লিগ ম্যাচে ৫ টি গোল করেছেন নেইমার, দুটি গোলে সহায়তা করেছেন। সব মিলিয়ে ৩ ম্যাচে ১৮ টি গোলের সুযোগ তৈরি করেছেন! এমন অসাধারণ পারফরম্যান্সের পর নেইমারের নভেম্বরের সেরা খেলোয়াড় হওয়া নিয়ে কোনো বিস্ময় নেই। বিস্ময়কর হচ্ছে তারকায় ভরপুর বার্সেলোনা ২০১৩ সালে চালু হওয়া এই পুরস্কার এই প্রথমবার পেল।
বার্সেলোনার টুইটার একাউন্ট থেকেও নেইমারের এই অর্জনকে ‘বিস্ময়কর’! বলে অভিহিত করেছে। অথচ গত মৌসুমেও প্রায় একক আধিপত্যে লা লিগা শিরোপা জিতেছে ক্যাটালান ক্লাবটি।
বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তিন বার এই পুরস্কার জিতেছেন-যার মধ্যে দুইবার রোনালদো ও একবার জিতেছেন বেনজেমা। ২০১৩-১৪ চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়েরা ছয়বার এই পুরস্কার জিতেছিল। গোল.কম।