Mon. Sep 15th, 2025
Advertisements

35খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: ইয়াহুর মূল ব্যবসা কিনে নিতে পারে যুক্তরাষ্ট্রের শীর্ষ মোবাইল সেবাদাতা ভেরাইজন ইনকর্পোরেটেড। ভেরাইজনের প্রধান আর্থিক কর্মকর্তা ফ্রান সাম্মো জানিয়েছেন, ‘ব্যাটে বলে মিলে গেলে’ ইয়াহুর মূল ব্যবসা কিনে নেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।

এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়াহুর মূল ব্যবসার মধ্যে আছে মেইল, নিউজ, স্পোর্টস সাইট এবং বিজ্ঞাপন বিভাগ।

সোমবার অনুষ্ঠিত হয়ে যাওয়া বার্ষিক বৈশ্বিক মিডিয়া এবং যোগাযোগ সম্মেলন ইউবিএস-এ সাম্মো এ কথা জানিয়েছেন। ইয়াহু কেনা প্রসঙ্গে তিনি বলেন, “যদি আমাদের চোখে এমন কোনো কৌশল ধরা পড়ে, যার মাধ্যমে আমাদের বিনিয়োগকারীরা উপকৃত হতে পারেন, তাহলে আমরা বিষয়টি নিয়ে চিন্তা করব। তবে এখনও বিষয়টি নিয়ে কথা বলার সময় আসেনি।”

এ প্রসঙ্গে ইয়াহু কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স। শুক্রবার তৃতীয়বারের মতো বৈঠকে বসেছিল ইয়াহুর পরিচালনা পর্ষদের সদস্যরা। বৈঠকটির মূল লক্ষ্য ছিল বর্তমানে ইয়াহু ব্যবসা নিয়ে কী করা যায়, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো। প্রয়োজনে প্রতিষ্ঠানটির ইন্টারনেট ব্যবসা বিক্রির ব্যাপারেও ভাবছেন তারা।

নভেম্বরে ইয়াহু বিনিয়োগকারী স্টারবোর্ড ভ্যালু এলপি ইয়াহু-কে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড-এর শেয়ারবিষয়ক পরিকল্পনা বাদ দিয়ে, নিজেদের মূল ব্যবসা বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছিল।