Sun. Sep 14th, 2025
Advertisements

37খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: হোয়াটসঅ্যাপ প্রেমিকের সঙ্গে অনেক বেশি সময় ব্যয় করার করার অপরাধে মেয়েকে হত্যা করল এক বাবা। শুধু তাই নয় ঐ প্রেমিককেও হত্যা করা হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় এই ঘটনা ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্রার বাসিন্দা ভারতী কুশওয়াহার (২১) সম্পর্ক ছিল একই গ্রামের বাসিন্দা নরেশ কুমার সিংয়ের (২৪) সঙ্গে। দীর্ঘক্ষণ হোয়াটস অ্যাপে কথা হতো তাদের। তবে এই ব্যাপারটি ভালোভাবে নেয়নি ভারতীর পিতা গিরিরাজ।

তিনি চেয়েছিলেন অন্য একজনের সঙ্গে মেয়ের বিয়ে দিতে। মেয়ে কথা না মানায় পরিবারের সম্মান খারাপ হচ্ছে এই অজুহাতে দুইজনকেই খুন করার সিদ্ধান্ত নেন গিরিরাজ। হত্যার পরিকল্পনার অংশ হিসেবে, ভারতী ও নরেশকে বিয়ে দেয়ার কথা বলে দুইজনকেই শহরের বাইরে আগ্রা-রাজস্থান সীমান্তে এক নিরিবিলি জায়গায় ডাকেন গিরিরাজ।

এরপরই পিটিয়ে দুইজনকেই হত্যা করেন গিরিরাজ। গত রবিবার ঢোলপুরের কাছে ঝোপের মধ্যে দুই যুগলের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পরে ভারতীর বাবাসহ তার পরিবারের সদস্যদের কাস্টডিদে নেয়া হয়। একই সঙ্গে নরেশের পরিবারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।