Fri. Sep 12th, 2025
Advertisements

55খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র জমা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাইপ্রাস, সার্বিয়া ও উরুগুয়ের তিন অনাবাসিক দূত।

বুধবার বিকেলে সাইপ্রাসের হাই কমিশনার ডিমেত্রিয়োস এ. থিওফাইল্যাকটু, সার্বিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির ম্যারিক এবং উরুগুয়ের রাষ্ট্রদূত কার্লোস ই. অরলান্ডো বনেট আলাদাভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, “নতুন হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের বাংলাদেশে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাদের কর্মকালে বাংলাদেশের সঙ্গে সাইপ্রাস, সার্বিয়া ও উরুগুয়ের দ্বি-পক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে।”

“দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।”

বাংলাদেশের দক্ষ ও অদক্ষ জনশক্তি পৃথিবীর বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি এ সময় নতুন দূতদের তাদের দেশে বাংলাদেশের জনশক্তি নেওয়ার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশের সেবা খাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতেও ওই দেশগুলোর বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান আবদুল হামিদ।
প্রেস সচিব জানান, নতুন দূতরা এ সময় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করেন।

শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকা ভবিষ্যতে অব্যাহত ও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে নতুন দূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের আলাদাভাবে গার্ড অব অনার দেয়।