Thu. Sep 18th, 2025
Advertisements

65খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: ‘শুধু সন্দেহ করলেই হবে না, প্রমাণ করতে হবে, সালমান খানই সাদা ল্যান্ড ক্রুজার চালিয়ে চাপা দিয়েছেন বান্দ্রার ফুটপাথবাসীকে’, হিট অ্যান্ড রান মামালায় সালমান খানের বিপক্ষের আইনজীবীকে প্রশ্ন করলেন বিচারপতি এ আর জোশি।

সালটা ২০০২। বান্দ্রার ফুটপাথে নিজের সাদা ল্যান্ড ক্রুজার দিয়ে এক পথচারীকে চাপা দিয়েছেন সলমন, এই অভিযোগেই সলমনের বিরুদ্ধে মুম্বাইয়ের নিম্ন আদালতে দায়ের হয়েছিল মামলা। কেটেছে ১৩টি বছর। মামলায় একের পর এক এসেছে নয়া মোড়। কখনও সলমনের গাড়ি চালক বলেছেন, ‘সালমান গাড়ি চালায়নি, চালিয়েছি আমি’, আবার কখনও সঠিক তথ্য প্রমাণের অভাবে প্রমাণ করা যায়নি সালমানই দোষী। একবার আদালতের রায়ে জেলের আদেশও আসে, তবে ৩ ঘণ্টার মধ্যেই জামিন পান বজরঙ্গি ভাইজান। শেষ পর্যন্ত নানা টানাপড়েনের পর এই প্রথমবার আদালতের সওয়ালে সম্ভাব্য স্বস্তির মুখ দেখতে যাচ্ছেন সালমান।