Mon. Sep 15th, 2025
Advertisements

66খোলা বাজার২৪, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫: ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৯। তবে, কম্পনের জেরে সুনামির কোনও সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছে আবহাওয়া দপ্তর। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, আজ বুধবার বিকেলে মালুকু প্রদেশের সবচেয়ে বড় দ্বীপ সেরামের আমাহাই শহর থেকে ১০৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্প হয়েছে। সমুদ্রের ৩৩.৯ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। ভূমিকম্পের জেরে বহুতলগুলি কেঁপে উঠলে আতঙ্কের সৃষ্টি হয়।

রাস্তায় এসে জমা হন এলাকার মানুষজন। চিড় ধরে যায় বেশ কয়েকটি বাড়িতে। তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ ঘটনায় সুনামির কোনও আশঙ্কা নেই। ভূমিকম্প প্রবণ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ২০০৪ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ ভূমিকম্পের জেরে আছড়ে পড়েছিল বিশাল সুনামি। যার জেরে ১২টি দেশের প্রায় আড়াই লাখ মানুষ মারা গিয়েছিল।