খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫ টানা কয়েক মাসের পরীক্ষা-নিরীক্ষার পর নিজস্ব ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ‘কর্টানা’-এর আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট।
উইন্ডোজ ১০-এর বাজারজাত কৌশল আর ক্রস-প্লাটফর্ম সেবা ও অ্যাপ নির্মাণের মাধ্যমে গ্রাহক পরিধি বাড়ানোর যে লক্ষ্য নিয়ে কাজ করছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি তারই অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বী দুই মোবাইল প্লাটফর্মে অভিষেক হল কর্টানার।
প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, শুরুতে যুক্তরাষ্ট্র আর চীনের বাজার দিয়ে যাত্রা শুরু করেছে কর্টানা-এর আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণ। কর্টানার নতুন অ্যাপ দিয়ে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা পিসি, অ্যান্ড্রয়েড আর আইওএস ডিভাইসের মধ্যে ডেটা শেয়ার করতে পারবেন। তবে আইওএস আর অ্যান্ড্রয়েড সংস্করণের তুলনায় কর্টানা-এর উইন্ডোজ সংস্করণ বেশি শক্তিশালী হবে বলে জানিয়েছে দ্য ভার্জ।
কর্টানা নিয়ে কাজ করতে সম্প্রতি প্রতিদ্বন্দ্বী কায়ানোজেন-এর সঙ্গেও জোট বেঁধেছে মাইক্রোসফট। “কর্টানা-এর অ্যান্ড্রয়েড আর আইওএস সংস্করণে ফ্লাইট আর প্যাকেজ ট্র্যাকিং, আবহাওয়া, রিমাইন্ডার-এর মতো মূল সবগুলো ফিচারই থাকবে। তবে কায়ানোজেন সংস্করণে ‘হেই কর্টানা’ ভয়েস কমান্ড দিয়ে ডিজিটাল অ্যাসিস্ট্যান্টটি চালু করা যাবে। কায়ানোজেন ইন্ট্রিগ্রেশনের মাধ্যমে কর্টানা নেটওয়ার্ক মোড পরিবর্তন, ডিভাইসের বিদ্যুৎ শক্তি নিয়ন্ত্রণ এবং অন্যান্য সিস্টেম ফিচার ব্যবহার করতে পারবে।”—জানিয়েছেন মাইক্রোসফট-এর কর্টানা প্রোগ্রাম ম্যানেজার মার্কাস অ্যাশ।
ডেভেলপারদের নানা বাধা-নিষেধের কারণে উইন্ডোজ সংস্করণের অনেক ফিচারই আইওএস আর অ্যান্ড্রয়েড সংস্করণে যোগ করতে পারেনি মাইক্রোসফট। এই সমস্যা সমাধানে কায়ানোজেন সম্ভাব্য উত্তর হলেও মাইক্রোসফট অ্যান্ড্রয়েড আর আইওএস সংস্করণ আরও উন্নত করতে নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দ্য ভার্জ।