Sat. Sep 13th, 2025
Advertisements

31খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫: জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হাজিরা দিতে যেতে না পারায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।

চ্যারিটেবল ট্রাস্টের জন্য ২১ ডিসেম্বর এবং অরফানেজ ট্রাস্ট মামলায় ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার জেরা ও সাক্ষ্যগ্রহণের জন্য নতুন এ দিন ধার্য করেন।

অসুস্থতাজনিত কারণ দেখিয়ে আজ আদালতে হাজির হননি খালেদা জিয়া। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ ও তাহেরুল ইসলাম তৌহিদ হাজিরা দেন।

এর আগে গত ৩ ডিসেম্বর সর্বশেষ এ মামলার সাক্ষীকে জেরা করা হয়। আদালত পরবর্তী কার্যক্রমের জন্য ১০ ডিসেম্বর দিন করেছিল।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলাটির অভিযোগ গঠন করা হয়।