Sat. Sep 13th, 2025
Advertisements

36খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫: ইউনিয়ন করার কারণে বন্ধ করা সকল গার্মেন্টস অবিলম্বে চালু করার দাবিতে প্রতীকি অনশন করেছে গার্মেন্টস শ্রমিকরা।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ প্রতীকি অনশনের আয়োজন করা হয়।

অনশনে বক্তারা অভিযোগ করে বলেন, কারণ ছাড়া ৩৬টি ইউনিয়ন করা কারখানার মধ্যে ২৫টি কারখানার ইউনিয়নের কর্মকর্তা ও সদস্যদের চাকুরিচ্যুত করা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ থাকা সত্ত্বেও চাকুরিচ্যুত ইউনিয়ন কর্মকর্তা ও সদস্যদের চাকুরিতে পূনর্বহাল করা হয়নি। মোট চাকুরিচ্যুত ইউনিয়নের সদস্য ও কর্মকর্তার সংখ্যা ২ হাজ্রা ৩৩০ জন।

এসময় সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলো মধ্যে চাকুরি হারানো সকল শ্রমিককে চাকুরিতে পুন:বহাল করতে হবে। ইউনিয়ন করার অপরাধে চাকুরিচ্যুত সকল ইউনিয়নয়ন কর্মকর্তাকে স্ব স্ব কারখানায় পুন:বহাল করতে হবে। আইএলও কনভেনশন ৮৭ এবং ৯৮ অনুসারে গার্মেন্টস সেক্টরে ট্রেড ইউনিয়ন গঠন এবং চর্চার সকল আইনি বাধা দূর করতে হবে। ইপিজেডসহ সকল শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে।

প্রতীকি অনশনের আয়োজন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন ও বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সহ সংশ্লিষ্ট সংগঠনসমূহ।