Sun. Sep 21st, 2025
Advertisements

30খোলা বাজার২৪,রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫: দিনেশ কার্তিক, হরভজন সিং, সুরেশ রায়নার পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলছেন ওয়ানডে ক্রিকেটে দুই দুইটি ডবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মা।

রোববার মুম্বাইয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবনের নতুন ইনিংস শুরু হবে রোহিতের।

চলতি বছর ২৮ এপ্রিল বাগদান হয় রোহিত শর্মা-ঋতিকা সাজেদের।

রোহিত-ঋতিকার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত বহু হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন যুবরাজ সিং-হ্যাজেল কিচ জুটি, সুরেশ রায়না, উমেশ যাদব ও তার স্ত্রী তনয়া। উপস্থিত থাকতে পারেন শচীন টেন্ডুলকার। আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

নীতা ও মুকেশ আম্বানি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তাদের দল মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ক্রিকেটার হরভজন সিং ও রোহত শর্মার জীবনের নতুন ইনিংস শুরুর শুভেচ্ছা জানাতে শুক্রবার বিশেষ পার্টির ব্যবস্থা করেন। সূত্র: জিনিউজ