Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪,রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫: বাংলাদেশের রাজধানীর নাম কী?—সাধারণ জ্ঞানের খুব সাধারণ একটি প্রশ্ন। উত্তর সবারই জানা, ঢাকা বাংলাদেশের রাজধানী। কিন্তু এই সাধারণ প্রশ্নটি কাউকে করা হলে সঠিক উত্তর নিয়েও অনেকেই সন্দিহান হয়ে পড়েন। এর কারণ হচ্ছে, ইন্টারনেটের ওপর অতি নির্ভরশীলতা।

গবেষকদের মতে, মানুষের মস্তিষ্কে অনেক তথ্য থাকে। কিন্তু মানুষ এখন আর মাথা খাটাচ্ছে না। তথ্য মনে রাখার বদলে তা ইন্টারনেটে খুঁজে নিতেই বেশি পছন্দ করছে। খোঁজাখুঁজির জন্য ইন্টারনেটের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। ফলে নিজের জ্ঞানের বা জানার ওপর সন্দেহ তৈরি হচ্ছে।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যাঁদের ইন্টারনেট-সুবিধা আছে, তাঁরা সাধারণ জ্ঞানের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে উত্তর জানা থাকলেও ইন্টারনেটে একবার পরীক্ষা করে নেন।

কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের ১০০ জনের ওপর এ গবেষণাটি চালানো হয়। গবেষণায় ‘ফ্রান্সের রাজধানী কোথায়?’ ‘সবচেয়ে বড় সমুদ্র কোনটি?’ প্রভৃতি সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। এ গবেষণায় অংশ নেওয়া ৫০ জনকে ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া হয়। বাকি ৫০ জনকে ইন্টারনেট-সুবিধা না দিয়ে মাথা খাটিয়ে প্রশ্নের উত্তর দিতে বলা হয়।

গবেষণা নিবন্ধের সহ-লেখক মনস্তত্ত্ববিদ ইভান রিসকো বলেন, যখন ইন্টারনেট-সুবিধা হাতের নাগালে থাকে মানুষ তখন আর তার জ্ঞানের ওপর নির্ভর করতে চায় না। তার মনে হয়, ইন্টারনেট থাকা মানে সবজান্তা এক বন্ধু পাশেই বসে থাকা।

যাঁদের ইন্টারনেট-সুবিধা দেওয়া হয়নি, তাঁদের অনেকেই প্রশ্নের উত্তর দেননি। উত্তর না জানার কারণ হিসেবে বলেছেন, ইন্টারনেট-সুবিধা নেই। প্রশ্নের উত্তর নিশ্চিত করার উপায় থাকায় তাঁরা সেটা ব্যবহার করেন।