Wed. Sep 17th, 2025
Advertisements

42খোলা বাজার২৪, সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫: ৪৮ বছর বয়সী শিভ সিং তার এলাকার দোকান ও আশেপাশের বাড়িঘরে দুপুর তিনটা পর্যন্ত ভিক্ষাবৃত্তি করেন। তিনটার পড়ে তাকে পাওয়া যায় ভারতের রাজস্থান বিশ্ববিদ্যালয়ের কলেজ ক্যাম্পাসে। সেখানে তিনি একটি ছেড়া ব্যাগে কিছু বই নিয়ে উপস্থিত হন।

ভারতের জয়পুরের ঘটনা এটি। শিভ একজন আইন বিভাগের ছাত্র। তিনি কখনও তার বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নেন নি। তাছাড়া, যেদিন তার কোন ক্লাস থাকে না সেদিনও সে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকেন। সেদিন সে লাইব্রেরীতে তার পড়াশোনা সম্পন্ন করেন। তার বন্ধুরা ও কলেজ কর্তৃপক্ষ বলেন, এটা অবিশ্বাস্য যে তিনি ভিক্ষা করেন। কিন্তু সে তার পড়াশোনায় বেশ মনোযোগী।

শিভ জানান, একসময় সে তার পরিবারের সাথে বাস করতেন। তখন তার পরিবার তার পড়াশোনার খরচ চালাতেন। তার মা-বাবা দিনমজুর ছিলেন। তিনি গঙ্গাপুরের সরকারী কলেজ থেকে স্নাতক পাশ করেন। তারপর তিনি বিয়ে করেন। কিন্তু তার হাত প্যারালাইসিস হয়ে যাবার পর তিনি কোন চাকরী পান নি। কারণ, তার হাত কর্মক্ষম নয়। তিনি তার হাত দিয়ে কোন কাজ করতে পারেন না। তারপর তার স্ত্রী ও সন্তানাদি তাকে ছেড়ে চলে যান। তারপর সে ভিক্ষাবৃত্তির পথ বেঁছে নেন।