Sat. Sep 20th, 2025
Advertisements

71খোলা বাজার২৪, সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫: সাধারণত ৫০ বছর বয়স বা এর আশপাশের নারীদের মেনোপজ হয়ে থাকে। কিন্তু কখনো কখনো এটি ৩০ বছর বয়সের নারীদেরও হতে পারে। এ লেখায় রয়েছে তাড়াতাড়ি মেনোপজের পাঁচটি কারণ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

১. বংশগত কারণ অনেকেরই বংশগত কারণে তাড়াতাড়ি মেনোপজ হতে পারে। এক্ষেত্রে মা, বোন কিংবা নানী-দাদীর মেনোপজের বয়স জেনে রাখা ভালো। এতে মেনোপজের সঠিক বয়স অনুমান করা সম্ভব।

২. জেনেটিক ডিসঅর্ডার জেনেটিক ডিসঅর্ডারের কারণে তাড়াতাড়ি মেনোপজ হয় অনেকের। মূলত মানবদেহের এমএমআর১ নামে একটি জিন এজন্য দায়ী। এ জিনটির কারণে অনেকেরই তাড়াতাড়ি মেনোপজ হতে পারে। প্রতি ৩৩ জনে এক জন নারীর এ ধরনের ঘটনা ঘটে।

৩. অটোইমিউন ডিসঅর্ডার মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতায় গণ্ডগোল হলে অটোইমিউন ডিসঅর্ডার হতে পারে। আর এতেও তাড়াতাড়ি মেনোপজ হওয়ার আশঙ্কা রয়েছে।

৪. ধূমপান ও দূষণ আমাদের পরিবেশের কিছু বিষাক্ত উপাদানের কারণে তাড়াতাড়ি মেনোপজ হতে পারে। এক্ষেত্রে ধূমপান আরেকটি বড় কারণ। শিল্প কারখানার দূষিত পদার্থ, বায়ু, পানি ইত্যাদি দূষণে এ ধরনের প্রতিক্রিয়া হতে পারে।

৫. কেমোথেরাপি ও ক্ষতিকর বিকিরণ পরিবেশ দূষণের মতোই ক্ষতিকর প্রভাব পড়তে পারে কেমোথেরাপি ও ক্ষতিকর বিকিরণের কারণে। এতে নারীদের মেনোপজের বয়স এগিয়ে আসতে পারে।