Fri. Sep 19th, 2025
Advertisements

17খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫: নতুন এবং বিশেষ অ্যান্ড্রয়েড সংস্করণের জানান দিলেন ‘অ্যান্ড্রয়েড অ্যান্ড ক্রোম ইউএক্স’ এর পরিচালক গ্লেন মারফি। অ্যান্ড্রয়েড এন নামের বিশেষ অপরেটিং সিস্টেম নিয়ে চলছে গবেষণা। এর দ্বারা একাধিক উইন্ডোতে একযোগে কাজ করা যাবে। শুধু মাল্টিউইন্ডোর বিষয় নয়, অন্যান্য আরো নতুন নতুন সুবিধা আসবে নতুন অ্যান্ড্রয়েডে।

তবে খুব শিগগিরই এর দেখা মিলবে না। অ্যান্ড্রয়েড ৭.০ আসার পর এটা আপডেট আকারে আসতে পারে। গুগলের কনজ্যুমার হার্ডওয়্যার ডিরেক্টর অ্যান্ড্রু বাওয়েরস জানান, অ্যান্ড্রয়েড এন নিয়ে প্রচুর কাজ করছি আমরা। এটা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে চাই না। এতে আসল মজাটা নষ্ট হয়ে যাবে। সূত্র : ডিএনএ ইন্ডিয়া