Sat. Sep 20th, 2025
Advertisements

26খোলা বাজার২৪,বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫: ডোপ কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বছরের জন্য নিষিদ্ধ হলেন ব্রাজিলের মিডফিল্ডার ফ্রেড। গত জুনে চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকায় নিষিদ্ধ ড্রাগ নিয়েছিলেন ব্রাজিলের তারকা এই ফুটবলার।

২২ বছর বয়সী ফ্রেডের পরীক্ষা নিরীক্ষা শেষে অভিযোগ প্রমাণিত হয়। আর অভিযোগ প্রমাণিত হওয়ার পরই ফ্রেডকে এক বছর নির্বাসনের শাস্তি প্রদান করে সাউথ আমেরিকান ফুটবল সংস্থা ‘কনমেবল’। মঙ্গলবারই তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

তবে এই শাস্তির ফলে শাখতারের হয়ে খেলতে কোনও অসুবিধে নেই ফ্রেডের। তবে এখন দেখার বিষয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কি না।