Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪,বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫: সম্প্রতি ফেইসবুক কার্যালয়ে যে দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল তাদের সন্ধানে এখনও মরিয়া হয়ে আছে জার্মান পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ১২ ডিসেম্বর রাতে ফেইসবুক কার্যালয়ে হামলাকারী দলটি শনাক্ত করতে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির পুলিশ।

জার্মান পুলিশ জানিয়েছে, দেশটির হামবুর্গে অবস্থিত ফেসবুক কার্যালয়ের দেয়ালে “ফেসবুক ডিসলাইক” লেখার দায়ে ২০ সদস্যের একটি দলকে খুঁজছেন তারা। শুধু তাই নয়, কার্যালয়ের আশপাশে পেইন্ট বোমাসহ পরিত্যক্ত দরজা, জানালাও ছুড়েছে অজ্ঞাত এ দলটি।

রোববার জার্মান প্রশাসন জানায়, হামলাকারীদের শনাক্ত করতে কিছু প্রত্যক্ষদর্শীকে জিঞ্জাসাবাদ করা হয়। তারা জানান, হামলাকারীরা সংখ্যায় ১৫-২০ জন ছিল আর প্রত্যেকের চেহারা মুখোশ ও কালো কাপড়ে ঢাকা ছিল।

পুলিশের মুখপাত্র জোয়ের্গ শ্রোয়েডার বলেছেন তাদের উদ্দেশ্য পরিষ্কার ছিল না। অন্যদিকে বামপন্থী ইন্টারনেট পেইজ লিংকসানটেন-এ পরিচয় গোপন করে কয়েকজন ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের বক্তব্য, অনলাইনে ফেইসবুকের মাত্রাতিরিক্ত প্রভাবের প্রতিবাদে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ওই হামলা চালানো হয়েছে।

বর্তমানে জার্মানিতে ফেইসবুকের ইউরোপিয়ান প্রধান মার্টিন ওট-এর ব্যাপারে তদন্ত চলছে। সাইট থেকে বর্ণবিদ্বেষী ‘হেইট স্পিচ’ সড়াতে ব্যর্থ হওয়ায় এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই জানিয়েছে রয়টার্স। ‘হেইট স্পিচ’ সড়াতে ব্যর্থ হওয়ায় ফেইসবুকের উত্তর, কেন্দ্রীয় এবং পূর্ব ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ওট-কে নভেম্বরে দায়ী করেছিলেন দেশটির এক আইনজীবি মুখপাত্র।

ওই তদন্ত প্রসঙ্গে নভেম্বরে ফেইসবুক মুখপাত্র কোনো মন্তব্য জানাতে রাজি না হলেও, বলেছিলেন, “আমরা এটুকু বলতে পারি, এই অভিযোগের কোনো ভিত্তি নেই এবং ফেইসবুক বা প্রতিষ্ঠানটির কোনো কর্মী কোনো প্রকারের জার্মান আইন লংঘন করেনি।”

এ হামলায় প্রতিষ্ঠানটি আর্থিকভাবে কতোটুকু ক্ষতিগ্রস্থ হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি।