Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪,বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫: সাইবার হামলার হুমকি পেয়ে হাজারো ব্যবসায়িক এবং ব্যক্তিগত ওয়েবসাইট অফলাইনে নিয়ে এসেছে ওয়েব হোস্টিং সেবাদাতা মুনফ্রুট।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গ্রাহকরা যাতে সহজে ‘টেমপ্লেটেড ওয়েবসাইট’ তৈরি করতে পারে, এমন সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

মুনফ্রুটের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি সাইবার আক্রমণের হুমকি পাওয়ার কারণে সব গ্রাহকের ওয়েবসাইট ১২ ঘন্টা বা তার চেয়ে বেশি সময়ের জন্য অফলাইনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিজ কাঠামোতে পরিবর্তন আনার জন্যই এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

ডিসেম্বরের ১০ তারিখ প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তাদের সাইট ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস বা ডিডিওএস আক্রমণের শিকার হয়েছে। হ্যাকাররা ওয়েবসাইটের ট্রাফিক বাড়িয়ে দিয়েছিল, যাতে প্রতিষ্ঠানটি গ্রাহকদেরকে তাদের কাঙ্খিত সেবা দিতে ব্যর্থ হয়।

সোমবার স্থানীয় সময় ১০টায় মুনফ্রুট ১২ ঘন্টা বা তার চেয়ে বেশি সময়ের জন্য সেবা বন্ধ করার বিষয়ে জানানোর পর বিপাকে পড়ে গেছেন প্রতিষ্ঠানটির ব্যবসায়িক গ্রাহকরা। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির সেবাগ্রহণকারী চলচ্চিত্র-নির্মাতা রিস ডি ভেল বলেন, “প্রতিষ্ঠানটি নিজেদের ওয়েবসাইটে অনেক দেরিতে বিষয়টি জানিয়েছে, অসংখ্য ইন্টারনেট ব্যবহারকারী আজ আমার সাইট খুঁজে পাবে কিন্তু প্রবেশ করতে পারবে না। এজন্য আমি সম্ভাব্য গ্রাহকের মাধ্যমে আর্থিক ক্ষতির শিকার হতে পারি এবং যদি তারা মনে করেন ব্যবসাটি বন্ধ হয়ে গেছে, তারা আর না-ও ফিরতে পারেন।”

অন্যদিকে এক ইমেইলের মাধ্যমে গ্রাহকদের কাছে ‘শর্ট নোটিশ’-এ ওয়েবসাইট অফলাইনে নিয়ে যাওয়ার জন্য ক্ষমা চেয়েছে মুনফ্রুট। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক ম্যাট কেসি এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা বিষয়টি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছি এবং দ্রুত আমাদের কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে এবং এতে যাতে কোনো সময় নষ্ট না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেও কাজ করছি আমরা।