Fri. Sep 19th, 2025
Advertisements

39খোলা বাজার২৪,বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫: দিনের বেলা যিনি ছোট্ট শিশুদের পড়ান, রাত হলেই তিনি হয়ে যান পর্ন অভিনেত্রী। এমনই এক শিক্ষিকাকে নিয়ে উত্তাল সার্বিয়া। স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক পর্ন অভিনেত্রীর সাক্ষাৎকারের পরই শুরু হয় বিতর্ক।

এ বিষয়ে ওই পর্ন অভিনেত্রী বলেন, আমি বাচ্চাদের একটা স্কুলে পড়াই। অবসর সময়ে সেক্স টেপ, পর্ন সিনেমায় অভিনয় করি।

স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, গত তিন বছর ধরে দক্ষতার সঙ্গে বাচ্চাদের বেশ ভালই পড়াচ্ছেন ওই শিক্ষিকা। সূত্র : জি নিউজ

তবে এখন সেই শিক্ষিকাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার জন্য অভিভাবকরা মিলিত হয়ে চিঠি দিয়েছেন। স্কুল কর্তৃপক্ষ অবশ্য প্রমাণ চাইছেন। অভিযোগ সেই স্কুল শিক্ষিকা নাম বদলে মিস ভেসনা নাম নিয়ে পর্ন সিনেমায় অভিনয় করছেন।

প্রধান শিক্ষিকা বলছেন, ওই শিক্ষিকা পর্ন সিনেমা করছেন এমন প্রণামিত হলে তাকে জরিমানাসহ বরখাস্ত করা হবে।