Sat. Sep 20th, 2025
Advertisements

22খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫: বাংলাদেশ উদযাপন করা হল ৪৪তম বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল সেই বিজয়। অথচ ১৯৭১ সালে সংগঠিত পাকিস্তান ও তার সহযোগীদের যুদ্ধাপরাধ মেনে নিতে কিছুতেই রাজি নয় পাকিস্তান। আর সে কারণেই ইসলামাবাদের সঙ্গে সম্পর্কে ছেদের কথা ভাবছে ঢাকা।

হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা জানানো হয়। সেখানে আরো উল্লেখ করা হয়, এরই মধ্যে ইসলামাবাদের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে রাস্তায় অনেকেই পাকিস্তানের এমন আচরণের প্রতিবাদ জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যাচাই করা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছেদ করার জন্যে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারগুলো পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছে।