Mon. Sep 22nd, 2025
Advertisements

11খোলা বাজার২৪, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫: পৌরসভা নির্বাচনে প্রার্থীর পক্ষ নেওয়ার অভিযোগে মাদারীপুরের কালকিনি এবং মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলেছে নির্বাচন কমিশন।

ইসির উপ-সচিব সামসুল আলম বৃহস্পতিবার বলেন, কুড়াউড়া থানার ওসি মতিউর রহমান এবং কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালাকে প্রত্যাহার করে দুজন ‘উপযুক্ত’ কর্মকর্তাকে দায়িত্ব দিতে বলা হয়েছে।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তরে মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক বরাবর পাঠানো হয়েছে।

এ বিষয়ে ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে অবহিত করতে বলা হয়েছে চিঠিতে।

এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কয়েকজন প্রার্থী তাদের বদলি দাবি করেছেন বলে ইসি কর্মকর্তারা জানান।

এর আগে গত ১৩ ডিসেম্বর চাঁদপুরের মতলব উত্তর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।