Sat. Sep 13th, 2025
Advertisements

17খোলা বাজার২৪, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা বাজারে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক আইএফআইসি ব্যাংকের ১২৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও সাশ্রয়ী ব্যাংকিং সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ব্যাংকের এ শাখাটি চালু হয়েছে।

আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার রায়হান উল আমীন এ শাখার উদ্বোধন করেন। এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান এস.এম. আব্দুল হামিদ এবং হেড অফ সাপোর্ট এ্যান্ড স্টেট ডিভিশন জুলফিকার আলী খাঁনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন এই শাখাটি স্থানীয় গ্রাহকদের অনলাইন ব্যাংকিং সেবাসহ প্রযুক্তি-নির্ভর সব ধরণের ব্যাংকিং সেবা প্রদান করবে।