Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫: খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ভিটেক হ্যাকিংয়ের ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহে ২১ বছর বয়সি এক তরুণকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। ওই ঘটনায় ৬৪ লাখ শিশুর বিভিন্ন ডেটা হাতিয়ে নেয়ে হ্যাকাররা। বিশেষজ্ঞদের মতে, শিশুদের সাইবার আক্রমণের শিকার হওয়ার সবচেয়ে বড় ঘটনা এটি।

যুক্তরাজ্যের ‘দ্য সাউথ ইষ্ট রিজিওনাল অর্গানাইজড সাইবার ক্রাইম ইউনিট’ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, “কম্পিউটার এবং ডেটায় অনধিকার প্রবেশের সন্দেহে ব্রাকনেলের এক অধিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।” শহরটিতে একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয় আছে বলে জানিয়েছে রয়টার্স।

এ প্রসঙ্গে স্থানীয় সাইবার ক্রাইম ইউনিট প্রধান ক্রেইগ জোন্স এক বিবৃতিতে বলেন, “আমরা তদন্তের একদম প্রাথমিক পর্যায়ে আছি, এখনও অনেক কাজ বাকি আছে।” সন্দেহভাজনকে গ্রেপ্তারের সময় একাধিক ইলেকট্রনিক গ্যাজেটও জব্দ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

ডিসেম্বরের শুরুতেই হ্যাকিংয়ের শিকার হওয়ার খবর নিশ্চিত করেছিলে হং কংভিত্তিক খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ভিটেক। ওই ঘটনায় ৬৪ লাখ শিশু এবং ৪৯ লাখ প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা ফাঁস হয়ে যায়। এদের প্রায় অর্ধেক ইউরোপের নাগরিক।

হংকং, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ঘটনা তদন্তে কাজ করছে বলে জানিয়েছে রয়টার্স। অন্যদিকে শিশুদের ডেটা কেন সংগ্রহ করা হচ্ছিল, ভিটেক-এর কাছে সেই প্রশ্ন তুলেছে মার্কিন আইন প্রণেতারা।