Sat. Sep 20th, 2025
Advertisements

41খোলা বাজার২৪, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০১৫: যেতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজো।

রোববার ভোটের প্রচারে গালিসিয়ায় গিয়েছিলেন স্পেনের প্রধানমন্ত্রী। সেখানে কথা বলছিলেন কর্মী, সমর্থকদের। কিন্তু আচমকাই এক যুবক সেখান থেকে বেরিয়ে জোরে ঘুষি মারেন মারিয়ানোকে। কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনায় রীতিমত স্তম্ভিত হয়ে যান সেখানে থাকা প্রধানমন্ত্রীসহ সকলেই। যদিও ঘটনার পরেই ওই যুবককে ধরে ফেলেন মারিয়ানোর নিরাপত্তারক্ষীরা।

কালো রঙের জ্যাকেট পরা ওই ১৭ বছরের যুবক কী কারণে মারিয়ানোকে ঘুষি মারলেন, সে বিষয়ে এখনও জানা যায়নি কিছু। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও, টুইটারে মারিয়ানো জানিয়েছেন, তিনি ভালো আছেন। করুনায় ভোট প্রচারের জন্য রওনা দিয়েছেন