Sun. Sep 21st, 2025
Advertisements

4খোলা বাজার২৪,শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫: ছাত্রলীগের সংঘর্ষের পর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে।

শনিবার দুপুরে ছাত্রলীগের একটি অংশ মিছিল বের করলে আরেক পক্ষ তাতে হামলা চালায়। এরপর দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এর পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বন্ধের সিদ্ধান্ত জানায়।

তবে বন্ধের ব্যাখ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার সাংবাদিকদের বলেন, সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে শীতকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে।

দুপুর ১টার দিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে উপাচার্য আবদুল হাকিম সরকারের অপসারণ দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি অংশ ক্যাম্পাসে মিছিল বের করে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, মিছিলটি ছাত্রলীগের টেন্ট অতিক্রম করার সময় তাদের প্রতিপক্ষ গ্রুপ মিছিলে হামলা করে। এতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

“লাঠিসোঁটা নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দুই রাউন্ড শটগানের ফাকা গুলি ছোড়ে।”

এখনও উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান তিনি।