Tue. Sep 16th, 2025
Advertisements

22খোলা বাজার২৪,শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫: ২০০৯ সালে মুক্তি পেয়েছিল গিয়াসউদ্দিন সেলিমের প্রথম ও একমাত্র চলচ্চিত্র মনপুরা। তারপর বেশ কয়েকবারই নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন, কিন্তু সেটা ঘোষণাতেই আটকে ছিল। এবার বেশ আয়োজন করেই মাঠে নামছেন সেলিম। পরীমনি ষ ছবি: প্রথম আলোবেশ কিছুদিন ধরেই তাঁর নতুন ছবি স্বপ্নজাল নিয়ে আয়োজন চলছে। তবে সব আয়োজন সাঙ্গ হলেও দ্বিতীয় চলচ্চিত্র বানাতে এসে নায়িকা-সংকটে পড়েছিলেন তিনি। এটাও ‘খবর’ হয়েছে কয়েকবার। তবে নতুন সংবাদ হলো, অবশেষে নায়িকা খুঁজে পেয়েছেন গিয়াসউদ্দিন সেলিম। নতুন ছবি স্বপ্নজাল-এর নায়িকা হচ্ছেন পরীমনি। আলোচিত এই নায়িকার সঙ্গে এরই মধ্যে সবকিছুই চূড়ান্ত হয়েছে, শুধু আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষর বাকি।

গিয়াসউদ্দিন সেলিমের ছবিতে অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করে পরীমনি বলেন, ‘এরই মধ্যে সব ধরনের কথা চূড়ান্ত হয়েছে। দু-এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হবে। আর আমার জন্য আনন্দের ব্যাপার হলো, একজন বড় মাপের পরিচালকের সঙ্গে কাজ করতে পারছি।’

পরীমনি জানিয়েছেন, আগামী মাসের ১৫ তারিখ থেকে শুটিং শুরু হবে স্বপ্নজাল–এর। চাঁদপুর ও কলকাতায় হবে শুটিং। আপাতত একটানা কাজ করার ইচ্ছা আছে তাঁর।

গিয়াসউদ্দিন সেলিম জানিয়েছেন, স্বপ্নজাল-এর নায়কের ভূমিকায় দেখা যাবে নবাগত ইয়াশ রোহানকে। এ ছাড়া অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ। ছবিটির সংগীত পরিচালনা করবেন অর্ণব। প্রযোজনায় বেঙ্গল ক্রিয়েশনস