Sat. Sep 20th, 2025
Advertisements

26খোলা বাজার২৪,শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫: এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে বাঙালি সুপারস্টার প্রসেনজিতের স্ত্রী অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জির। পরিচালক অনিরের পরবর্তী ছবিতেই দেখা যাবে তাকে। ছবিটির নাম এখনো ঠিক করতে পারেননি পরিচালক। তবে এই ছবিতেই প্রসেনজিতের অধার্ঙ্গীকে একটি দৃশ্যে দেখা যাবে অর্ধনগ্ন অবস্থায়।

এদিকে, এই দৃশ্যে কাজ করতে স্বামী প্রসেনজিতের অনেক বাধার মুখে অর্পিতাকে পড়তে হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
আর এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন অর্পিতা। তিনি বলেন, ‘আমি এই দৃশ্যে অভিনয় করেছি কোনো বাধা ছাড়াই। হ্যাঁ অর্ধনগ্ন হয়ে কাজ করা এটি বড় বিষয় আমার স্বামীর কাছে, কিন্তু একই পেশায় থাকার কারণে চিত্রনাট্যের প্রয়োজন বোঝা তার কাছে সহজ ছিল। আমরা কেউই কারো কাজে হস্তক্ষেপ করি না।’

‘আমাকে ছবির প্রয়োজনে একটি দৃশ্যে অর্ধনগ্ন হতে হয়েছে তার মানে এই নয় এটি নোংরামি’ বলেও যোগ করেন তিনি।
অর্পিতা চ্যাটার্জি ১৯৯৯ সালে প্রভাত রায় পরিচালিত ‘তুমি এলে তাই’ ছবির মাধ্যমে বাংলা সিনেমায় পদার্পন করে। ২০০২ সালে তিনি বিয়ে করেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিকে।