খোলা বাজার২৪,শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫: মোবাইল ফোন ব্যবহার করে সৃজনশীলতা আরও বাড়াতে ‘অ্যাডোবি পোস্ট’ নামে নতুন অ্যাপ উন্মোচন করেছে মার্কিন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি ইনকর্পোরেটেড।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ‘অ্যাডোবি পোস্ট’-এর মূল লক্ষ্যই হল সাধারণ ব্যবহারকারীদের সৃজনশীল গ্রাফিক্সের কাজ করার সুযোগ করে দেওয়া। অ্যাডোবি ইনকর্পোরেটেড আগেও মোবাইলের জন্য অ্যাডোবি স্লেট, অ্যাডোবি ভয়েস ইত্যাদি অ্যাপ নিয়ে এসেছিল।
‘অ্যাডোবি পোস্ট’ অ্যাপটির ব্যবহার বেশ সহজ করা হয়েছে, ফলে এটি যে কেউ সহজেই ব্যবহার করতে পারবেন এবং ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট-এর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবি আর টেক্সট শেয়ার করতে পারবেন বলে জানিয়েছে অ্যাডোবি।
অ্যাডোবি ফটোশপ ও ইনডিজাইন-এর মতো এই অ্যাপটিতেও ইমেজ লেয়ার-এর সঙ্গে টেক্সট ও ফিল্টার ব্যবহার করা যাবে। অ্যাডোবি পোস্ট-এর হোম স্ক্রিন ব্রাউজ করেই বিভিন্ন টেমপ্লেট ডিজাইন পাওয়া হবে। শুধু ট্যাপ করার মাধ্যমে অ্যাপটির ব্যবহারকারী ছবির ফিল্টার, টাইপোগ্রাফি, লেআউট এবং রং পরিবর্তন করতে পারবেন।
অ্যাপটি ব্যবহারকারীকে ব্যাকগ্রাউন্ড থেকে পছন্দমতো রং বেছে নিয়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনে সাহায্য করবে এবং পরে ছবি এডিট করার জন্য সেইভ করে রাখারও সুযোগ দেবে।
বাণিজ্যিক গ্রাফিক্স, আমন্ত্রণপত্র, ব্লক-ব্যানার, ইমেইল নিউজলেটার গ্রাফিক্স এবং অ্যালবামের প্রচ্ছদ তৈরির কাজেও অ্যাপটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে অ্যাপটির নির্মাতারা।