Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খোলা বাজার২৪,শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫: মরুভূমির উত্তপ্ত পরিবেশে একটি প্রাণীর সাধারণভাবে বেঁচে থাকাই যেখানে কঠিন, সেখানে ৫০ ডিগ্রিরও বেশি তাপমাত্রা উপেক্ষা করে বিনোদনের জন্য গড়ে তোলা হয়েছে প্রজাপতির বাগান।

আবর আমিরাতের পর্যটন নগরীর দুবাইতে নির্মিত এই বাগানে দেখা মিলবে হরেক রকমের প্রজাপতি। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা সুযোগ পেলেই চলে আসেন এই বাগানে।

আরব আমিরাতের হেজায মরু প্রান্তরে প্রজাপতির উড়াউড়ি। মরুভূমির বৈরী পরিবেশে কৃত্রিমভাবে গড়ে তোলা প্রজাপতির এই বাগানে দেখা মিলবে বিশ্বের অসংখ্য বিরল প্রজাপতির।

দুবাই বাটারফ্লাই গার্ডেনে পর্যটক আকর্ষণ করতে আরব আমিরাতের শাসক থেকে শুরু করে অনেকের ছবি বানানো হয়েছে কৃত্রিম প্রজাপতি দিয়ে। মরুর বুকে মনমুগ্ধকর প্রাকৃতিক সোন্দর্য ভরা এই বাগান দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা।

এছাড়া, মরুভূমির মতো জায়গায় প্রজাপতির বাগানে কাজ করতে পেরে খুশি সেখানকার শ্রমিকরাও।

প্রাথমিকভাবে শখের বসে এ বাগান তৈরির পরিকল্পনা করলেও এখন বাণিজ্যিক রূপ পেয়েছে এই প্রজাপতির বাগান।

উদ্যোক্তারা জানান, বিশ্বের নানা প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছে দুর্লভ প্রজাতির প্রজাপতিগুলো।

দুবাই বাটারফ্লাই গার্ডেন এমডি প্রকৌশলী আবদেল নাছের ইয়াছিন বলেন, এশিয়া, আফ্রিকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তের ৩০ প্রজাতির প্রজাপাতি আছে এই বাগানে। ভবিষ্যতে আমরা আরও কয়েকটি এলাকায় এ ধরনের প্রকল্প চালু করার পরিকল্পনা নিয়েছি।

দুবাই ল্যান্ডের দক্ষিণ আলবার্স এলাকায় অবস্থিত এই প্রজাপতির বাগান সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকে দর্শনার্থীদের জন্য।