Thu. Sep 18th, 2025
Advertisements

23খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর সব সুবিধা এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি রোববার সাংবাদিকদের বলেছেন, সরকারি চাকরিজীবীদের জন্য যে অষ্টম বেতন কাঠামো হয়েছে, তার সব সুযোগ-সুবিধা এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন। এজন্য একটি প্রজ্ঞাপন জারি হচ্ছে।

গত মঙ্গলবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অষ্টম বেতন কাঠামোর যে প্রজ্ঞাপন হয়েছে, তাতে শিক্ষকদের বিষয়টি স্পষ্ট ছিল না।

এ নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিলেন বাংলাদেশের স্কুল ও কলেজ পর্যায়ে থাকা ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক।

চলতি বছরের জুলাই মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হয়েছে। আগামী মাসে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন সবাই। জুলাই থেকে পাঁচ মাসের বকেয়াও পাবেন তারা।