খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: হোয়াটস অ্যাপ বা উইচ্যাটের মতো বিনামূল্যে টেক্সট মেসেজ আদান-প্রদানের অ্যাপ অনেকেই ব্যবহার করে থাকেন। কিন্তু এবার এসেছে ওয়াকি-টকি অ্যাপ, নাম রজার।
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মিউজিক স্ট্রিমিং ও অনলাইন ভিডিও সেবাদাতা প্রতিষ্ঠান স্পটিফাইয়ের নিউ ইয়র্কভিত্তিক সাবেক কর্মীদের একটি দল এই অ্যাপটি বানিয়েছে। এই ভয়েস-মেসেজিং টুলে একটি বৃত্তাকার বাটন ধরে রাখলে তা অডিও বার্তা রেকর্ড করা শুরু করে। রেকর্ড করার পর তা পাঠিয়ে দেওয়া যায়।
ব্যবহারকারীরা এতে অন্যের পাঠানো মেসেজ সংরক্ষণ করতে পারবেন, এমনকি নিজের মেসেজ পাঠানোর আগে একবার নিজে শুনেও নিতে পারবেন। আর বন্ধুর পাঠানো মেসেজ শুনতে একটি বাটনে দুইবার ক্লিক করতে ব্যবহারকারীকে।
যোগাযোগের ক্ষেত্রে টেক্সট মেসেজ পাঠানোর চেয়ে ভয়েস মেসেজ পাঠানো আরও বেশি ঘনিষ্ঠ। রজারের একজন নির্মাতা রিকার্ডো ভাইস স্যান্টোস জানান, সময়ের তারতম্যের কারণে পর্তুগালে অবস্থান করা নিজ মায়ের যোগাযোগ করা অনেক সময় তার জন্য কষ্টের ছিল।
নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এনওয়াইটি নাও সম্পাদক জোনা ব্রমভিচ জানান তার বন্ধুদের মধ্যে অ্যাপটি অনেকেই পছন্দ করেনি। তার বান্ধবী এই অ্যাপ শুধু তার সঙ্গে মজা করার জন্যই ব্যবহার করেন। আর মরক্কোতে অবস্থানরত তার বোনকে অ্যাপে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানোর পর, তিনি কোনো জবাবই দেননি।
আগে এমন অ্যাপ ছিল বলে ওয়াকিটকি বাজারে খুব ভালো করবে না- এমনটা মনে করেন না ব্রমভিচ। এজন্য আইপডের আগেও এমপিথ্রি প্লেয়ার থাকার উদাহরণ টানেন তিনি।