Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: প্রাকৃতিক পরিবেশ একের পর একভাবে আমাদের নিকট বিভিন্ন ধরণের বিস্ময় সৃষ্টি করে। তার এই বিস্ময়ের মাঝে বিভিন্ন অনন্য কৃতিত্ব রয়েছে। প্রকৃতির এক বিস্ময়কর মায়াজাল এই রংধনুর নদী। এখানে আপনি একই সাথে বিভিন্ন রং দেখতে পাবেন। কিন্তু মজার বিষয় হল এই রং একে-অপরের সাথে মেশে না।

রংধনুর নদী ফ্লোরিডায় অবস্থিত। রংধনুর এই নদী ভলিউম রাজ্যের চতুর্থ স্থান দিয়ে প্রবাহিত হয়। এই নদীতে বিভিন্ন গুহা থেকে পানি প্রবাহিত হয়। একেকটি গুহা থেকে ভিন্ন ধরণের রং প্রবাহিত হয়। বিভিন্ন গুহা থেকে রং মিশে এই নদী রংধনুর নদী নামে পরিচিতি লাভ করেছে।

রংধনুর নদী ৫.৭ মাইল দীর্ঘ এবং ১০ ফিট গভীর। এই নদীর আশেপাশে গুহা থাকার পাশাপাশি বিভিন্ন ধরণের শিলা ও বালি রয়েছে। এই নদীর কিছু কিছু অংশে ২৫ ফিট গভীরতাও রয়েছে। এই নদীর পানি একসময় রেনবো স্প্রিং রাজ্যের পার্কের সাথে যেয়ে মিশে যায়। এই পার্কে বিভিন্ন সময় পর্যটকেরা ভ্রমণে আসেন।