Wed. Sep 17th, 2025
Advertisements

47খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: গ্লোবাল ব্র্যান্ড সারা দেশব্যাপী ক্রেতাদের জন্য ‘ নিউ ইয়ার ফেসটিভ্যাল ‘ নামে আকর্ষণীয় অফারের ঘোষণা করেছে। রোববার রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেটে অফারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

এই অফারের আওতায় লেনোভো ল্যাপটপ বা অল-ইন-ওয়ান পিসি ক্রয়ে ক্রেতারা পাবেন একটি করে স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ড ঘষে ক্রেতারা পেতে পারেন ট্যাবলেট পিসি, এলিডি টিভি, স্মার্টফোন, টাচ্ মোবাইল ফোন, পেনড্রাইভ, ব্রাদার প্রিন্টার, পান্ডা ইন্টারনেট সিকিউরিটি, মাউস বা টি-শার্ট।

এছাড়া মাল্টিপ্ল্যান সেন্টারে ৩ দিনব্যাপী আয়োজন করা হচ্ছে উন্মুক্ত প্রদর্শনী। এতে থাকছে লেনেভো পণ্য সামগ্রী প্রদর্শন এবং ব্যবহার করে দেখার জন্য লেনোভোর প্যাভিলিয়ন। অফারটি ৩১ জানুয়ারি ২০১৬ পর্যন্ত দেশব্যাপী গ্লোবাল ব্র্যান্ডের সকল শাখাসমূহে এবং তাদের সকল ডিলার প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।