Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: দেশের সর্বত্রই প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ক্যাবল অপারেটর গুলো চালিয়ে যাচ্ছে একাধিক ভিডিও চ্যানেল। বছরের পর বছর ২-৩ টি ভিডিও চ্যানেল খুলে অশ্লীল বিজ্ঞাপনের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে ক্যবল অপারেটর মালিকরা।

বিভিন্ন সংবাদ মাধ্যমে বহুবার এ বিষয়ে সংবাদ প্রচার হলেও তাদের বিরুদ্ধে কখনও কোন প্রকার ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ মনে করছেন অনেকে।
এসব ভিডিও চ্যানেলে নাটক, গান সিনেমা, প্রচারের পাশাপাশি অশ্লীল ও প্রতারণার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

ভিডিও চ্যানেলে গুলোতে ইদানিং যৌন রোগের স্থায়ী সমাধান, ভাঙ্গা সংসার জোড়া লাগানো, দাম্পত্য জীবন সুখি করা, সংসারে অশান্তি দুর করা, ব্যর্থ প্রেম সফল করা, মোটা ও ভরাট দেহ লাভ করা, ফরসা ও লাবন্ন ময় হওয়া, ২-৩ ইঞ্চি লম্বা হওয়া, কর্ম ক্ষেত্রে সাফল্য এনে দেওয়া এসব মুখরোচক কথা বলে বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। আর এতে প্রতারণার শিকার হচ্ছে সাধারন মানুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আমি টিভিতে লম্বা হওয়ার বিজ্ঞাপন দেখে হারবাল এর পিছনে হাজার হাজার টাকা খরচ করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল শিক্ষক জানান, টিভিতে হারবালের অশ্লীল বিজ্ঞাপন দেখে আমার ছোট ছেলে আমাকে বলছে বাবা তোমার কি যৌন রোগ হয়েছে নাকি।
তিনি আরো বলেন, আমি প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি তারা বিষয়টি আমলে নিয়ে যেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহন করেন।
এরকম আরো অনেকেই জানান, হারবালের অশ্লীল বিজ্ঞাপন প্রচারের জন্য স্বপরিবারে টিভি দেখাই যেন মুশকিল হয়ে পড়েছে।