খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: যিনি রাঁধেন তিনি যে চুলও বাঁধেন, তা তো সবারই জানা। নতুন করে যা জানার—বিদঘুটে খটমট সব প্রোগ্রামিং সংকেত নিয়ে যিনি কাজ করেন, তিনিও হাসিমুখে সন্তানের ডায়াপার বদলাতে পারেন। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের সন্তান ম্যাক্স চ্যান জাকারবার্গ তারকাখ্যাতি নিয়েই ১ ডিসেম্বর দেখেছে পৃথিবীর আলো। মাতৃগর্ভেও খ্যাতির কোনো কমতি ছিল না তার। বেশ সাড়ম্বরেই সে সময় কন্যার অস্তিত্বের ঘোষণা দিয়েছিলেন বাবা মার্ক। এত দিনের চেনা হুডি, টি-শার্ট পরা কাজপাগল মার্ক যেন সেদিনই আপাদমস্তক বদলে গিয়েছেন। কন্যা ছাড়া কথাই বলেন না। ফেসবুক থেকে দূরে, পুরো দুই মাস ছুটি কাটাবেন মেয়ের জন্য। ছুটির দিনগুলোতে দিনরাত এখন কন্যার সঙ্গেই কাটছে। নিজের প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও চার মাসের পিতৃত্বকালীন ছুটির ঘোষণা দিয়েছেন। ম্যাক্সের জন্ম উপলক্ষে তাঁর ভাগের ফেসবুক শেয়ারের ৯৯ শতাংশ দাতব্য কাজে ব্যয় করারও ঘোষণা দেন মার্ক।
বাবা হিসেবে কেমন মার্ক জাকারবার্গ? ফেসবুকে তাঁর পেজে দেওয়া ছবিগুলোই যেন বলে দেয় সব। সময়টা ভালোই কাটছে তাঁর। এক ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সন্তানের ডায়াপার বদলাতে। ছবির শিরোনামে রসিক মার্ক লিখলেন, ‘আরেকটি গেল, এখনো বাকি হাজারটা’। আরেক ছবিতে বাবা-মায়ের সঙ্গে পড়ুয়া ম্যাক্স। বাবা-মায়ের হাস্যোজ্জ্বল মুখ হলেও অবাধ্য সন্তানের মতো পড়াশোনাটা যেন ম্যাক্সের ঠিক পছন্দ হচ্ছে না।