Thu. Sep 18th, 2025
Advertisements

14খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: ইসলামি সঙ্গীত গেয়ে সিরীয় শরণার্থীদের গ্রহণ করল কানাডা। বৃহস্পতিবার শরণার্থীদের বহনকারী বিমানটি কানাডার টরেন্টো শহরে পৌঁছলে এক বিশাল দল তাদের অভ্যর্থনা জানায়। এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বয়ং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডো।

১৬৩ জন শরণার্থী বহনকারী প্রথম বিমান দেশটিতে পৌঁছেছে। তাদের স্বাগত জানাতে শুক্রবার টরেন্টোতে ব্যতিক্রমী এক কনসার্টের আয়োজন করেছিল কানাডার শিশুরা। তারা একটি আরবি সঙ্গীতের মাধ্যমে সিরীয় শরণার্থীদের স্বাগত জানায়। যে সঙ্গীতটি মহানবী হজরত মুহাম্মদ সা. মদিনায় হিজরতের পর শিশুরা গেয়েছিল। বিমান থেকে শরণার্থীরা নামতেই শিশুরা গেয়ে উঠে, ‘তালায়াল বাদরু আলাই না মিন সানিয়াতিল বিদা।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শিশুদের কণ্ঠে ঐতিহ্যবাহী গানটি শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন দর্শকরা। অনেক শরণার্থীকে তখন কাঁদতেও দেখা যায়।
আরবি সঙ্গীতটির বাংলা অর্থ :

‘ওহে, আমাদের আকাশে শ্বেত চন্দ্র উদয় হয়েছে
ওয়াদা উপত্যকা থেকে উদিত হয়েছে সে
তার এই উদারতায় আমরা কৃতজ্ঞ
আল্লার ইচ্ছাতেই তিনি আমাদের মাঝে ঠাঁই নিয়েছেন।
আপনি আমাদের মাঝে এসেছেন
এসেছেন আল্লাহর বশ্যতা স্বীকারের বাণী নিয়ে
আপনার আগমন এ শহরকে করেছে মহিমান্বিত
আল্লাহর পথে আহ্বানকারীকে আমাদের মাঝে সুস্বাগত