Thu. Sep 18th, 2025
Advertisements

15খোলা বাজার২৪,সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫: আফ্রিকার বিভিন্ন দেশের চার নাগরিক আটকের এক মাস পর কুমিল্লা সীমান্ত দিয়ে আবার ভারত থেকে অনুপ্রবেশকালে এক বিদেশিকে আটক করা হয়েছে, যিনি ক্যামেরুনের নাগরিক বলে জানিয়েছে বিজিবি।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা গোলাবাড়ি সীমান্তের কেরানীগঞ্জ এলাকা দিয়ে অনুপ্রবেশকালে নিকোল সিংড (৩৭) নামের ওই ব্যক্তিকে আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।

গত ১৯ নভেম্বর গভীর রাতে কুমিল্লার বিবির বাজার বিওপির গোলাবাড়ি এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক নারীসহ এ চারজনকে আটক করে বিজিবি টহল দল।

বিজিবি-১০ এর গোলাবাড়ী চেকপোস্ট কমান্ডার আমীরুল ইসলাম বলেন, ক্যামেরুনের নাগরিক নিকোল সিংডর কাছ থেকে ১০০ টাকার ৫টি নোট, ৫০০ ইউএস ডলার ও ভারতীয় ৫০ রুপি পাওয়া গেছে।

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান চেকপোস্ট কমান্ডার আমীরুল।